জাতীয় শোক দিবস: এমএ লতিফ এমপি’র উদ্যোগে দোয়া ও আলোচনা সভা

৩৮৬

জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম এ লতিফ এমপি’র উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংসদের ৩নং জেটি গেইটস্থ রাজনৈতিক কার্যালয়ে শনিবার সকালে অনুষ্ঠানে বক্তারা ১৫ আগস্ট ষড়যন্ত্রের সাথে জড়িতদের চিহ্নিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বিদেশে অবস্থানরত জাতির জনক এর অন্যন্য খুনিদের দ্রুত দেশে এনে ফাঁসির রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

বক্তারা বলেন-তাঁরা বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণরোধে দেশবাসীকে রক্ষার্থে গণহারে ভ্যাকসিন দেয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া জাতির পিতা ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এম. এ. লতিফ এমপি’র পক্ষে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, চিকিৎসকের পরামর্শে ইচ্ছা থাকা সত্ত্বেও জনসম্মুখে উপস্থিত হতে পারছেন না এম এ লতিফ এমপি। তিনি মাঠে ময়দানে না থাকলেও বাসভবনে অবস্থান করে সর্বদা নিজ নির্বাচনী এলাকার জনসাধারণের খোঁজ-খবর রাখছেন। জনগণের জন্য ভর্তুকিমূল্যে পণ্য বিক্রিসহ যাবতীয় জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন।

৩৯ নং ওয়ার্ড’র সাবেক কাউন্সিলর মোঃ আসলাম’র সঞ্চালনায় আলোচনা সভায় দেশবাসীকে মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশ পালনের অনুরোধ জানান। শোক দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে সকাল ১০.০০ টায় আলহাজ্ব হাফিজুর রহমান জামে মসজিদ’র খতিব ও পেশ ইমাম মাওলানা এখলাছুর রহমান’র নেতৃত্বে খতমে কোরআন অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও তাঁর শহীদ পরিবারের সদস্যদের বিদেহী আত্মার ও মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারের দীর্ঘায়ু কামনা করা হয়। অনুষ্ঠানে এম. এ. লতিফ এমপি’র শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি করোনা ভাইরাস থেকে দেশবাসীকে রক্ষার ও দেশের সার্বিক পরিস্থিতি উন্নতির জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করা হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন- ইপিজেড থানা আওয়ামীলীগ’র আহবায়ক হারুনুর রশিদ, ৩৬ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী, ২৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, ৩৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর আব্দুল মান্নান, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সভাপতি আব্দুল আজিজ মোল্লা, ৩৯নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সাধারন সম্পাদক আকবর হোসেন কবি, ৩৭নং ওয়ার্ড আওয়ামীলীগ’র ভারপ্রাপ্ত সভাপতি জানে আলম, লবণ শ্রমিকলীগ’র সভাপতি আবদুল মতিন মাষ্টার, বন্দর ব্যবহারকারী কমচারীলীগ’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইমাম হোসেন, শ্রমিক বন্দর সিবিএ’র সহ-সভাপতি মোঃ আজিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সহ-সম্পাদক মেজবাহ উদ্দিন মোর্শেদ, ডবলমুরিং থানা ছাত্রলীগ’র সাবেক সভাপতি মোস্তফা কামাল টিপু, কমার্স কলেজ’র ছাত্রলীগ’র সাবেক সভাপতি, জাহাঙ্গীর হোসেন শান্ত, ৩৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ’র সভানেত্রী শারমিন ফারুক সুলতানা ও স্বাধীনতা নারীশক্তি পরিচালক অধ্যাপিকা বিবি মরিয়ম।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.