ইপিজেড থানা জামায়াতের বিক্ষোভ সমাবেশে চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজদের প্রতিরোধের আহবান
মিটফোর্ডে বর্বরোচিত হত্যাকাণ্ডসহ সারাদেশে খুন, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রম মহানগরের ইপিজেড থানার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বন্দরটিলা থেকে শুরু বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইপিজেড মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়।
ইপিজেড থানা সেক্রেটারি ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলম। এতে আরও উপস্থিত ছিলেন ইপিজেড থানা জামায়াত নেতা মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ শাহেদ আলী, আবদুল্লাহ আল আরিফ ও মহিউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেন, ৫ আগস্টের আগে যেভাবে মানুষ নিযার্তন সন্ত্রাস, খুন, ধর্ষণ, হত্যার স্বীকার হয়েছিল সেইভাবে এখনো সন্ত্রাস ও হত্যাকাণ্ড কার্যক্রম চলমান। একটি গোষ্ঠী নিজেদেরকে ক্ষমতাবান মনে করে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। দেশের মানুষ মনে করে দেশ শুধুমাত্র জামায়াতে ইসলামীর হাতে নিরাপদ। জামায়াতে ইসলামী সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজদের প্রশ্রয় দিবে না। তাদের বিরুদ্ধে জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.