সরকার ৫৪টি কর্মসূচীর মাধ্যমে ১৪ হাজার কোটি টাকা সহায়তা বিতরণ করছেন: জানালেন সমাজ কল্যাণ সচিব ড. মো: মহিউদ্দিন
সমাজ কল্যাণ সচিব ড. মো: মহিউদ্দিন বলেছেন, সরকার ৫৪টি কর্মসূচীর মাধ্যমে দেশের ২ কোটি জনগোষ্টিকে সরাসরি সহায়তা সেবা দিয়ে যাচ্ছে। এর পরিমাণ পূর্বের ১২ হাজার কোটি টাকা থেকে মাননীয় প্রধান উপদেষ্টা আরো ২হাজার কোটি টাকা বাড়িয়ে এখন ১৪ হাজার কোটি টাকায় উন্নীত করেছে। সে সাথে সরকার ৯শত কোটি টাকা বিনা সুধে মাইক্রো ক্রেডিট লোন দিচ্ছে।
তিনি শনিবার চট্টগ্রাম মাও শিশু হাসপাতালে গরীব অসহায় রোগিদের মাঝে সরাসরি নগদ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি জনপ্রতি ৫০ হাজার টাকা করে ২শ জনকে মোট ১ কোটি টাকা সহায়তা বিতরণ করেন।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সভাপতি লায়ন এস.এম মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক কাজী নাজিমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এ. কে.এম গোলাম মোর্শেদ খান, হাসপাতালের জেনারেল সেক্রেটারি রেজাউল করিম আজাদ, ট্রেজারার অধ্যক্ষ লায়ন সানাউল্লাহ সহ অন্যরা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.