সাবেক কাউন্সিলর বারেক গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পতেঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে নগরের চকবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে আবদুল বারেককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নগরের কোতোয়ালি, রাজধানীর মোহাম্মদপুর ও লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় হত্যাচেষ্টা ও নাশকতা–সংক্রান্ত তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। তাঁকে নগরের কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, গত ৪ আগস্ট নগরের নিউমার্কেট এলাকায় ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে মো. সোহেল পানি বিতরণ করছিলেন। সে সময় সাবেক কাউন্সিলর বারেকসহ অন্য দুষ্কৃতকারীরা হকিস্টিক, কিরিচ, দা ও লাঠিসোঁটা দিয়ে ছাত্র-জনতাকে পেটায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। আন্দোলন চলাকালে তারা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্র-জনতার ওপর নির্বিচার গুলিবর্ষণ করে। এ সময় সোহেলের মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে গুলির স্প্লিন্টার লেগে গুরুতর আহত হন। পরবর্তী সময়ে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.