চট্টগ্রাম নগর বিএনপির সকল থানা-ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা
মেয়াদোত্তীর্ণ হওয়ায় চট্টগ্রাম মহানগরীর আওতাধীন সব থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি। দ্রুততম সময়ের মধ্যে নতুন কমিটি গঠন করা হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বিএনপির নগর কার্যালয় নছিমন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। এ সময় সদস্য সচিব নাজিমুর রহমানসহ আহ্বায়ক কমিটির নেতারা সংবাদ সম্মেলনে ছিলেন।
লিখিত বক্তব্যে এরশাদ উল্লাহ বলেন, ‘আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের সাংগঠনিক যে ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ড কমিটি আছে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় সেগুলো আমরা বিলুপ্ত ঘোষণা করলাম। অল্প কিছুদিনের মধ্যে দলের যারা ত্যাগী নেতাকর্মী আছেন, আন্দোলন-সংগ্রামে যাদের অবদান আছে, তাদের মাধ্যমে থানা ও ওয়ার্ডে নতুন কমিটি গঠন করা হবে। এরপর ইউনিট কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে মহানগর কমিটি গঠন করা হবে। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনা, আমাদের গঠনতন্ত্রেও এটা আছে।
দলের মধ্যে অনুপ্রবেশকারী নিয়ে এক প্রশ্নের জবাবে এরশাদ উল্লাহ বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখিত নির্দেশনা দিয়ে অনুপ্রবেশ বন্ধ করে দিয়েছেন। বিএনপিতে নতুন কোনো লোক প্রবেশের কোনো সুযোগ নেই। এখন মিছিলের পেছনে কেউ যদি চলে আসে, আমাদের তো কিছু করার নেই। তবে অনুপ্রবেশকারী কাউকে কমিটিতে নেয়া হবে না।
কিছু নেতাকর্মীর বিরুদ্ধে দখল-চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নাজিমুর রহমান বলেন, ‘আমাদের দলের কেউ দখল-চাঁদাবাজির সঙ্গে যুক্ত থাকলে, তথ্যপ্রমাণ পেলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। কেউ ফৌজদারি অপরাধ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা প্রশাসন নেবে, এখানে আমরা কোনো হস্তক্ষেপ করছি না।
এ সময় ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার নিন্দা ও প্রতিবাদ জানান মহানগর বিএনপির এ নেতা।
পাশাপাশি পতিত ফ্যাসিবাদের মূল হোতাদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রমূলক অপচেষ্টা রুখে দিতে বিএনপির নেতাকর্মীরা প্রতি আহ্বান জানানো হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.