আগ্রাবাদে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নগরীর আগ্রাবাদ হাজীপাড়ায় একটি নির্মাণাধীন ভবনের ৪ তলা থেকে পড়ে মো. এরশাদ নামে ৪৫ বছর বয়সী এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নগরের হাজীপাড়াস্থ আবু সৈয়দের বিল্ডিংয়ে সেন্টারিংয়ের কাজ করার সময় এ দুর্ঘনাটি ঘটে। নিহত এরশাদ নগরের ডবলমুরিং থানাধীন মৌলভী পাড়াস্থ রানাদের বাড়ির বাসিন্দা। নিহত এরশাদের দুই ছেলে ও এক মেয়ে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, আগ্রাবাদ হাজীপাড়ার সৈয়দের বিল্ডিংয়ে ৪ তলার সেন্টারিং এর কাজ করার সময় দুপুর ১২টার দিকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় তার মাথা ও নাক, মুখে গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা জানান তিনি আগেই মারা গেছেন। তারা আরও জানান, গত বেশ কয়েকদিন যাবত তাকে প্রায়ই চিন্তিত থাকতে দেখা যেত।

ডবলমুরিং থানার ওসি কাজী রফিক বলেন, হাজীপাড়ায় ৪ তলা বিল্ডিং এর ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে এখনো নিহত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ করলে পরবর্তীতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.