লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুকুরে জাল ফেলে মিলল মোটরসাইকেল
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে নগরীর পাহাড়তলী এলাকার একটি পুকুরে জাল ফেলেছে পুলিশ। সোমবার (৪ নভেম্বর) সকালে নগরের পাহাড়তলী থানার বিটাক মোড় এলাকায় ব্রাহ্মণ পুকুরে জাল ফেলা হয়। তাতে কোনো অস্ত্র না মিললেও থানা থেকে লুট হওয়া দুইটি মোটরসাইকেল পাওয়া যায়। এরপর বিকেলে থানা এলাকার পাহাড়ি এলাকায় অভিযান শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ার পর নগরের পাড়া মহল্লা থেকে হাজার হাজার মানুষ নেমে আসে। বিভিন্ন সড়ক ঘুরে তারা বিজয় মিছিল ও স্লোগান দিতে থাকেন। সেসব মিছিল থেকে নগরের কোতোয়ালী, সদরঘাট, খুলশী, চান্দগাঁও, পতেঙ্গা, ইপিজেড, ডবলমুরিং, হালিশহর, পাহাড়তলী ও আকবরশাহ থানায় হামলা ও আগুন দেওয়া হয়। থানাগুলো থেকে অন্তত ৫০০ অস্ত্র লুট হয়। এর মধ্যে পাহাড়তলী থানা থেকে লুট হওয়া আটটি পিস্তল, দুটি চাইনিজ রাইফেল, তিনটি এসএমজি, ছয়টি শটগান ও ৩৫টি মোটরসাইকেলের খোঁজ মেলেনি। সেগুলো উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ সাংবাদিকদের বলেন, “থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। গোপন তথ্যের ভিত্তিতে একটি পুকুরে জাল ফেলে তল্লাশি চালানো হয়। সেখানে অস্ত্র পাওয়া যায়নি। তবে থানার দুইটি মোটরসাইকেল পাওয়া গেছে। যেগুলো ভাঙচুর করে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। পরেলুট হওয়া অস্ত্র উদ্ধারে বিকেলে নগরের ইস্পাহানি রেলগেটের উত্তরে পাহাড়ে অভিযান চলছে বলে জানান ওসি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.