শাহাদাতকে মেয়র নির্বাচিত করায় ন্যায় বিচার হয়েছে : মির্জা ফখরুল
শাহাদাতকে মেয়র নির্বাচিত করায় ন্যায় বিচার হয়েছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চসিক নির্বাচনে প্রতিযোগিতা করে শাহাদাত হোসেন জিতেছিলেন। তবে আওয়ামী লীগের ফ্যাসিস্টরা বলপূর্বকভাবে সেই ফলাফল কেড়ে নেয়। অন্তর্বর্তী সরকার আদালতের রায়কে মেনে নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়র হিসেবে শপথ গ্রহণ করিয়েছে। চসিক মেয়র হিসেবে শাহাদাতকে নির্বাচিত করা ‘সত্যিকার অর্থেই একটি ন্যায়বিচার’ হয়েছে।
রোববার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র শাহাদাত হোসেনকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার আদালতের রায়কে মেনে নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়র হিসেবে শপথ গ্রহণ করিয়েছে। ছাত্র–জনতার যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্টদের দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আগামী দিনগুলোতে যেন এই ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে, জনগণের যে দুর্বার প্রতিরোধ এই প্রতিরোধ যেন ফ্যাসিবাদকে চিরতরে নির্মূল করে।
আগামী দিনগুলোতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলেও আশাবাদি জানিয়ে তিনি বলেন, ‘শাহাদাত হোসেনকে মেয়র নির্বাচিত ঘোষণার পর প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ গত তিনটি নির্বাচন দখল করে নিয়েছে। এখন নতুন নির্বাচন কমিশন গঠন করে নতুনভাবে সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.