চট্টগ্রামে পুলিশ বক্স ও মুক্তিযুদ্ধ জাদুঘরে হামলা
চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত গণমিছিলে অংশ নেয়া শিক্ষার্থীরা নগরীর ওয়াসায় পুলিশ বক্স ও দামপাড়ায় মুক্তিযুদ্ধ জাদুঘরের নামফলক ভেঙে দিয়েছে।
গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে আন্দরকিল্লা শাহী মসজিদ থেকে একটি মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিলে সাধারণ মুসল্লিরাও অংশগ্রহন করেন।
জানা যায়, আন্দররকিল্লা থেকে শুরু হওয়া মিছিলটি নিউমার্কেট হয়ে টাইগারপাস অতিক্রিম করে যাওয়ার সময় প্রথমে ওয়াসার মোড়ের ট্রাফিক পুলিশের বক্সে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে সেখান থেকে জিইসি যাওয়ার পথে নগরীর দামপাড়ায় পুলিশ লাইনে পুলিশ–মুক্তিযুদ্ধ জাদুঘরের সড়ক সংলগ্ন নামফলক ভাঙচুর করেন। তবে এ সময় তাদের কোনো ধরনের বাধা দেয়নি পুলিশ। পরে মিছিল নিয়ে মুরাদপুর–বহদ্দারহাটের দিকে চলে যায় আন্দোলনকারীরা।
সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কাজী মো. তারেক আজিজ বলেন, আন্দোলনকারীরা মিছিল নিয়ে যাওয়ার সময় প্রথমে ওয়াসার মোড় এলাকায় পুলিশের সাজোয়া যানে হামলা চালায়। সাজোয়া যানে ক্ষতি করার পর তারা ওয়াসা মোড় পুলিশ বঙ ভাঙচুর করে। এরপর তারা দামপাড়া হয়ে জিইসি মোড় যাওয়ার পথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘরের নামফলক ভেঙে দেন। নামফলক ভেঙে তারা জিইসি মোড় এলাকায় গিয়ে সেখানের পুলিশ বক্স ভেঙে দেন।
তিনি বলেন, পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনার আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.