কোটা সংস্কারে সরকার ঐক্যমত্য, শিক্ষার্থীদের সাথে যেকোনো সময় আলোচনা
আইনমন্ত্রী আনিসুল হক জরুরি ব্রিফিংয়ে বলেছেন, কোটা সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে সরকার ঐক্যমত্য পোষণ করেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন, তখন এ আলোচনা হবে। আলোচনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তাঁকে ( আইনমন্ত্রী) ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে দায়িত্ব দিয়েছেন বলে জানয়েছেন তিনি।
তিনি বলেন, অন্যদিকে কোটা নিয়ে আপিল বিভাগে আগামী ৭ আগস্ট শুনানির দিন নির্ধারিত আছে। শুনানির সময় এগিয়ে আনার জন্য আগামী রোববার আদালতে সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল আবেদন করবেন। এছাড়া কোটা বিরোধী আন্দোলনে সহিংসতায় প্রাণহানির ঘটনায় হাইকোর্টের মাননীয় বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৮ জুলাই) দুপুরে চলমান আন্দোলন প্রসঙ্গে জাতীয় সংসদের টানেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জরুরি ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন, তখন এ আলোচনা হবে। আন্দোলনরত শিক্ষার্থীরা চাইলে আজ বিকেলেই বৈঠক হতে পারে জানান তিনি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.