স্বাভাবিক জীবনে ফেরা জলদস্যুদের র‌্যাবের উপহার সামগ্রী বিতরণ

৪৮

জলদস্যুতা ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফেরা ৭৭ জনকে র‌্যাবের পক্ষথেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ জুন ) সকালে বাঁশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। র‌্যাব মহাপরিচালকের পক্ষে র‌্যাব-৭ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী এ উপহার সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক ( মিডিয়া) পুলিশ সুপার মো. শরীফ  উল আলম, বাঁশখালী থানার ইন্সপেক্টর (তদন্ত), ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য গত ২০১৮ থেকে ২০২০ সালে মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী এবং পেকুয়া উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণ করে ৭৭ জন জলদস্যু। তখন থেকে আত্মসমর্পন করা জলদস্যুদের জীবনমান পরিবর্তনে র‌্যাবের পক্ষ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসচিল। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বুধবার র‌্যাব-৭ এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে র‌্যাবের কল্যাণমূলক কর্মকান্ডের সন্তুষ্টি প্রকাশ করেন আত্মসমর্পন করা জলদস্যুরা। অপকর্ম থেকে ফিরে সুন্দর ও স্বাভাবিক জীবনযাপনের অনুপ্রেরণা যোগানোর জন্য র‌্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশও করেন তারা।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.