খালে পড়ে নিখোঁজ দুই শিশুর সন্ধান মেলেনি

১২

নগরীর শাহ আমানত ব্রীজ সংলগ্ন ফিশারিঘাট এলাকায় খালে পড়ে নিখোঁজ হওয়া দুই শিশুর এখনো খোঁজ পাওয়া যায়নি। এখনো ওই দুই শিশুর নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার ( ১১ জুন ) রাত ৮টায় উদ্ধার কাজ সমাপ্তি করেছে বলে জানিয়েছেন লামারবাজার ফায়ার স্টেশন লিডার মোহাম্মদ আফজাল খান। এর আগে মঙ্গলবার (১১ জুন) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে ফিশারিঘাট এলাকায় চাক্তাই খালে দুই শিশু নিখোঁজ হয়।

লামারবাজার ফায়ার স্টেশন লিডার মোহাম্মদ আফজাল খান চট্টগ্রাম২৪ নিউজকে বলেন, খালে পড়ে দুই শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসে আমাদের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। আজ (মঙ্গলবার) রাত ৮ পর্যন্ত এই উদ্ধার তৎপরতা চলে। নিখোঁজ শিশুদের কোনো সন্ধান পায়নি এখনো। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজকের মতো উদ্ধার কাজ সমাপ্তি করা হয়েছে। জোয়ার না থাকলে কাল (বুধবার)  সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু হবে।

এ সময় আফজাল খান আরো বলেন, নিখোঁজ শিশুদের বিষয়ে এখনো পর্যন্ত কোন অভিভাবক কোন ধরণের অভিযোগ বা খোঁজাখুঁজি করতে আসেনি। তাই বুঝতে পারছিনা আসলে কেউ নিখোঁজ হয়েছে কি না। তারপরও বুধবার সকালে আমাদের উদ্ধার অভিযান আবার শুরু হবে।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন,  মঙ্গলবার বিকেলে পৌনে পাঁচটার দিকে দুই শিশু গোসল করতে নেমেছিল। প্রথমে এক শিশু পানির স্রোতে ভেসে গেলে অন্যজন তাকে বাঁচাতে নামে। সেও পানির স্রোতে ভেসে যায়। তাদের বাঁচাতে সেখানে থাকা এক বয়োবৃদ্ধ লোক চেষ্টা করেও ব্যর্থ হন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.