বিএফইউজে নির্বাচন: ওমর ফারুক সভাপতি, মহাসচিব দীপ আজাদ
শহীদ উল আলম সহ-সভাপতি, মহসীন কাজী যুগ্ম মহাসচিব
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে নির্বাচনে সভাপতি পদে ওমর ফারুক ও মহাসচিব পদে দীপ আজাদ নির্বাচিত হয়েছেন। এছাড়া সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মধুসুদন মণ্ডল ও যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন শেখ মামুনুর রশীদ।
শনিবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে জাতীয় প্রেস ক্লাবে শুরু হয় বিএফইউজে নির্বাচনের ভোটগ্রহণ। ভোট নেওয়া হয় বিকেল ৫টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোটগণনা। রাত ৯টার দিকে ফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে সভাপতি, সহসভাপতি, মহাসচিব, যুগ্ম মহাসচিব, কোষাধ্যক্ষ, দফতর সম্পাদক ও নির্বাহী পরিষদের ১০টি পদে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে অন্যান্য পদের মধ্যে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন খায়রুজ্জামান কামাল। দফতর সম্পাদক নির্বাচিত হয়েছেন সেবীকা রানী। এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন উম্মুল আরা সুইটি, ড. উৎপল কুমার সরকার, নূরে জান্নাত আখতার সীমা এবং শেখ নাজমুল হক সৈকত।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শাহজাহান সরদার ফল ঘোষণা করেন।
এবারের নির্বাচনে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, খুলনা, যশোর, কুষ্টিয়া ও নারায়ণগঞ্জে ১০টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। মোট ভোটার সংখ্যা ছিল ৩ হাজার ১৮০ জন। এর মধ্যে ২ হাজার ৯৭৭ জন ঢাকার এবং বাকিরা বাইরের।
চট্টগ্রাম থেকে ৪ জন নির্বাচিত-
শনিবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চট্টগ্রাম প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ চলে। এরপর গণনা শেষে রাত সাড়ে ৮টায় ফলাফল ঘোষণা করা হয়।
এতে সহ-সভাপতি পদে শহীদ উল আলম ১৯৩ ভোটে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজিমুদ্দিন শ্যামল ১০৭ ভোট পেয়েছেন। এছাড়াও সরোয়ার আজম মানিক পেয়েছেন ১০ ভোট।
যুগ্ম মহাসচিব পদে মহসীন কাজী ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদুল্লাহ শাহরিয়ার ১২৩ ভোট ও আহসান সুমন পেয়েছেন ৫ ভোট।
নির্বাহী সদস্য দুইটি পদে ১৭৩ ভোট পেয়ে সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছেন আজহার মাহমুদ ও ১৫২ ভোটে বিজয়ী হয়েছেন প্রণব বড়ুয়া অর্নব। এছাড়া রুবেল খান ১৩১ ভোট ও মিজানুর রহমান ইউসুফ ৫৯ ভোট পেয়েছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.