নৌবাহিনীর ৭৫ সদস্য শান্তিরক্ষা মিশনে গেল লেবানন

২২৯

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৭৫ সদস্যের একটি দল লেবানন গেছে।

বুধবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে নৌবাহিনীর দলটি দেশ ছাড়ে।

এসব নৌ সেনা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন- ইউনিফিল এ অংশ নেবেন বলে বাহিনী থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই দলটি বাংলাদেশ কন্টিনজেন্ট (ব্যানকন-১২) এর আওতায় লেবাননে মোতায়েন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সংগ্রাম‘ এ যোগ দেবে।

শাহ আমানত বিমানবন্দরে লেবাননগামী নৌসদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম মোজাম্মেল হক।

এর আগে গত ৮ সেপ্টেম্বর ৩৫ নৌ সদস্যের আরেকটি দল লেবানন গিয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১০ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আসছে। বর্তমানে নিয়োজিত যুদ্ধজাহাজ ‘সংগ্রাম‘ লেবাননের ভূ-খণ্ডে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ অনুপ্রবেশ প্রতিহত করতে কাজ করে চলেছে।

পাশাপাশি ওই জাহাজ লেবাননের জলসীমায় মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন পরিচালনা, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের উপর নজরদারি, দুর্ঘটনা কবলিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং লেবাননের নৌবাহিনী সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের কাজ করে যাচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.