সুপ্রিম কোর্টের আদেশে চেম্বার নির্বাচন দুই সপ্তাহ স্থগিত : সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সংবাদ সম্মেলনে দ্রুত নির্বাচন দাবি

১৫

চট্টগ্রাম, ৩০ অক্টোবর :
শতবর্ষের ঐতিহ্যবাহী দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচন আগামী দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ দীর্ঘ শুনানির পর হাইকোর্টে দায়ের করা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন ১৫ দিনের জন্য স্থগিত রাখার আদেশ দেন।

সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রশাসকের তদন্তে ৭০০-র বেশি ভুয়া ভোটার বাদ দেওয়ার পর দীর্ঘ ১৩ বছর পর আগামী ১ নভেম্বর (শনিবার) চেম্বার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এদিকে নির্বাচন স্থগিতের খবরে বৃহস্পতিবার সন্ধ্যায় রেডিসন ব্লু হোটেলে জরুরি সংবাদ সম্মেলন করে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। সংবাদ সম্মেলনে পরিষদের প্যানেল লিডার এস.এম. নূরুল হক নির্বাচন দ্রুত সম্পন্ন করার দাবি জানান। তিনি বলেন, “অবৈধ ট্রেড ও টাউন গ্রুপের ৬ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল কার্যকর করে দ্রুত গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন দিতে হবে।”

তিনি জানান, সম্মিলিত ব্যবসায়ী পরিষদ হাইকোর্টে রিট দায়ের করলে ২২ অক্টোবর আদালত ছয়জন প্রার্থীর প্রার্থিতা স্থগিত করে এসোসিয়েট গ্রুপের ছয়টি এবং অর্ডিনারি গ্রুপের ১২টি—মোট ১৮টি পদে নির্বাচন করার নির্দেশ দেন। তবে প্রতিপক্ষ ইউনাইটেড বিজনেস ফোরাম ওই প্রার্থীদের পুনর্বহালের আবেদন করে চেম্বার জজ আদালত ও সুপ্রিম কোর্টে ব্যর্থ হয়। পরে তারা নির্বাচনের স্থগিতাদেশ চেয়ে আবেদন করলে আপিল বিভাগ দুই সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত রাখেন।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, “চট্টগ্রামের ব্যবসায়ীরা যখন দীর্ঘ ১৬ বছর পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছিলেন, তখন কিছু স্বার্থান্বেষী মহলের গভীর চক্রান্তে নির্বাচন স্থগিত হয়েছে।”

তারা সরকারের প্রতি আহ্বান জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অবৈধ ট্রেড ও টাউন গ্রুপের প্রার্থিতা বাতিল কার্যকর করে দ্রুত সময়ের মধ্যে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন সম্পন্ন করার জন্য।

জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শাহজাহান মহিউদ্দিন, প্যানেল লিডার এস.এম. নূরুল হক, অর্ডিনারি গ্রুপের আহমদুল আলম চৌধুরী রাসেল, এমাদ এরশাদ, জসিম উদ্দিন চৌধুরী, কাজী এমরান, মো. আবছার হোসেন, আরিফ হোসেন, হুমায়ুন কবির পাটোয়ারী, এ.টি.এম রেজাউল করিম, আহমেদ রশিদ আমু, আজিজুল হক, মো. রাশেদ আলী ও মো. মুছা।

এছাড়া এসোসিয়েট গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এস.এম. কামাল উদ্দিন, কামরুল হুদা, মো. আইয়ুব, রফিকুল ইসলাম ও মোস্তাক আহমদ চৌধুরী।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.