কোন ধরণের গুজবে কান দেবেন না—স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, এবার দেশে দুর্গা পূজা অতীতের ছেয়ে আরো উৎসব মূখর পরিবেশ অনুষ্ঠিত হবে । আইন শৃঙ্খলা বাহিনী এবং স্ব স্ব পূজাকমিটি ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে । দূর্গাপূজাকে ঘিরে কোন ধরণের গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে পূজার পবিত্রতা রক্ষার জন্য অনুরোধ জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আজ বুধবার বিকেলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জে এম সেন হলে দূর্গাপূজার প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। সেসময় তিনি চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে সার্বিক প্রস্তুতি নিয়ে কথা বলেন।
সে সময় চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনার সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.