বিনিয়োগবান্ধব ইপিজেড গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান কাস্টমস বন্ড কমিশনারেটের

১১

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাস্টমস বন্ড কমিশনারেট, বেপজা ও ইপিজেডভিত্তিক বিনিয়োগকারীদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার ইপিজেড বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস এসোসিয়েশন (বেপজিয়া)’র আয়োজনে, চট্টগ্রাম ইপিজেড ইনভেস্টরস ক্লাবের হলরুমে মতবিনিময় সভায়, চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মোঃ মাহফুজুল হক ভূঁইয়া প্রধান অতিথির বক্তৃতায় এই আহবান জানান। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বেপজিয়া পরিচালক ও আরএসবি ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন শেখর দাস।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বেপজিয়ার ভাইস প্রেসিডেন্ট (অর্থ) ও ফারকানটেক্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক খাজা মাঈনুদ্দিন ফরহাদ,
এতে আরো বক্তব্য রাখেন, বেপজা চট্টগ্রাম জোনের নির্বাহী পরিচালক মোঃ আবদুস সোবহান, কর্ণফুলী জোনের নির্বাহী পরিচালক মসিউদ্দিন বিন মেজবাহ, বেপজিয়া পরিচালক ও লাবিব গ্রুপের নির্বাহী পরিচালক তপন কুমার মজুমদার, এমএনসি এপারেলসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম ভূঁইয়া, অতিরিক্ত কমিশনার মোঃ গিয়াস কামাল, সেকশন সেভেন লিমিটেডের পরিচালক বিপ্লব বড়ুয়া, ইয়াংওয়ান গ্রুপের ডিজিএম (আমদানি) ইফতেখার হোসাইন প্রমুখ। সেসময় উপস্থিত ছিলেন বিনিয়োগকারীসহ, বেপজা ও কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে কাস্টমস ও বন্ড-সংক্রান্ত নানা সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, আলোচনার মাধ্যমে বিদ্যমান ইস্যুগুলো নিরসন করে বিনিয়োগবান্ধব ইপিজেড গঠন সম্ভব হবে।
ধন্যবাদ জ্ঞাপন করেন বেপজিয়া জোনাল সেক্রেটারি আজিজুল বারি চৌধুরী জিন্নাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেপজিয়ার নির্বাহী সচিব এম.এন.এম জুয়েল।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.