ঝটিকা সফরে হেফাজত নেতাদের পাশে দুই শীর্ষ বিএনপি নেতা

৫৯

দেশের বৃহত্তর অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী সাথে হঠাৎ বিএনপির দুই শীর্ষ নেতা সাক্ষাৎ করেছেন । শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসরাম খান ও সালাউদ্দীন আহমদ চট্টগ্রামের ফটিকছড়িস্থ আল জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ্ মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে বিএনপি চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সালাম পৌঁছে দেন এবং দীর্ঘক্ষণ একান্ত আলোচনা করেছেন। বৈঠকে হেফাজতের নায়েবে আমীর মাওলানা আইয়ুব বাবুনগরী, যুগ্ম-মহাসচিব মাওলানা মীর মোহাম্মদ ইদ্রিছ ও কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য মাওলানা মুহাম্মদ বাবুনগরী উপস্থিত ছিলেন।

হেফাজত আমীরের সাথে সাক্ষাতের আগে বিএনপি নেতৃবৃন্দ হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আল্লামা আহমদ শফি ও সাবেক আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং সাবেক মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদীর কবর জিয়ারত করেন। পরে মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কুরাইশী, শায়খুল হাদিস আল্লামা শেখ আহমদ সহ শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাত সহ তাদের সাথে দুপুরের খাবার গ্রহণ করেন।
পরে গণমাধ্যমকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হেফাজতের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। বিশেষ করে- শাপলা চত্বরে যে আন্দোলন হয়েছিল, সেখানে নেতৃত্ব দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ওই আন্দোলনে যে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল। আজও সেই শহীদদের প্রকৃত তালিকা প্রস্তুত করা সম্ভব হয়নি। এজন্য ফ্যাসিবাদ বিরোধী শক্তি হিসেবে আমরা হেফাজতের সঙ্গে সাক্ষাৎ করেছি, এখানে কোন রাজনৈতিক কারণ নেই। তবে তাদের সঙ্গে থাকা কিছু ইসলামী রাজনৈতিক দল আছে, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে এবং এভাবে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিগুলোর সাথে আমাদের ঐক্য প্রক্রিয়া অব্যাহত থাকবে।
নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, আমরা মনে করি- প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লন্ডন বৈঠকের যৌথ বিবৃতির আলোকে অতি সহসাই নির্বাচন হবে। আমরা ঐক্যমত কমিশনের সাথে নোট অব ডিসেন্টসসহ ৯৮ভাগ প্রস্তাবনায় ঐক্যমত পোষন করেছি এবং আমরা সেই আলোকে সনদে স্বাক্ষর করতেও প্রস্তুত আছি।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, বিএনপি স্থায়ী কমিটির আরেক প্রবীন সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর এবং ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহার চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.