চট্টগ্রাম বন্দরের ৬ হাজার কন্টেইনারের সর্ববৃহৎ নিলাম শুরু আগস্ট থেকে, দায়িত্ব পালন করছে ১০০জন অফিসার—- এনবিআর চেয়ারম্যান

১৪

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, যারা দেশের সঠিক ট্যাক্স পেয়ার তাদের জন্য সর্বোচ্চ সহায়তা এবং যারা দেশের অর্থনৈতীর ক্ষতি করবে তাদের জন্য জিরো ট্রলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। চট্টগ্রাম কাস্টমস হাউসে বিশ্বের সর্বাধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ ল্যাব তৈরী ও সফটওয়্যার তৈরির ঘোষণা দেন তিনি। সেই সাথে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা ৬ হাজার কন্টেইনার মালামালের সর্ববৃহৎ নিলাম আগামী ৬ আগস্ট থেকে শুরু করার কথা জানান তিনি।
এনবিআর চেয়ারম্যান আরো বলেন, বন্দরে  প্রায় ৬ হাজার কনটেইনার দীর্ঘদিন পড়ে আছে। এগুলো অকশন বা নিলাম করে চট্টগ্রাম বন্দরকে পুরোপুরি ফাঁকা করার উদ্যোগ নিয়েছি। আমরা প্রায় ১০০জন অফিসারকে দায়িত্ব দিয়েছি। ৯০ শতাংশ ইনভেন্ট্রি হয়েছে। বাকিগুলো আগামী চার মাসে কমপ্লিট হয়ে যাবে। একটা অকশনের ঘোষণা চলে এসেছে, ৬ আগস্ট অকশন শুরু হবে।
এ বিষয়ে ব্যাপক প্রচারণা হয়েছে। অনলাইনে গেছে, পত্রিকায় গেছে। তারপরও অকশন ম্যানেজমেন্টে যারা জড়িত আছে তাদের বলেছি, চট্টগ্রাম শহরে মাইকিং করে ঘোষণা দিতে। যাতে প্রত্যেকে জানে চট্টগ্রাম বন্দরে বড় অকশন চালু হয়েছে। যাতে যারা অংশ নিতে চায় সহজে অংশ নিতে পারে। এখানে আসা লাগবে না। যার যার মতো ঘরে বসে অনলাইনে পে অর্ডার জমা দিতে পারবে। আমরা শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে করতে চাই। এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রথম নিলামেই আমরা দিয়ে দেব। সর্বোচ্চ দামে দিয়ে দেব।
তিনি বলেন, এমপিদের গাড়ি অকশনে দিয়েছি। অকশনে আশানুরূপ রেজাল্ট পাইনি। এখন আমরা কিছু বিকল্প চিন্তা করছি। কোনো কোনো সরকারি সংস্থা অফার করেছে উনারা ৬০ শতাংশ দামে নিতে চায়। আমরা জলের দরে এগুলো বিক্রি করতে চাই না। একেকটি গাড়ি ৮-৯ কোটি টাকা।
এনবিআরের চেয়ারম্যান অস্থায়ী ভিত্তিতে চট্টগ্রাম কাস্টমস হাউজ স্থানান্তর বিষয়ে শুক্রবার সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাথে এক সভায় এসব কথা বলেন। কাস্টমস হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য রাখেন সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম, সাধারণ সম্পাদক মো: শওকত আলী, এনবিআর সদস্য কাস্টম বিষয়ক মোঃ মোয়াজ্জেম হোসেন, মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ শফিউদ্দিন সহ অন্যরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.