চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট এর প্রশিক্ষন সমাপনী কুচকাওয়াজ

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট এর প্রশিক্ষন সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান।
ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট- চট্টগ্রামের ২৭তম ব্যাচ এবং ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট -মাদারীপুরের ১৬তম ব্যাচ এর প্রশিক্ষণার্থী রেটিংদের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। বক্তব্য রাখেন, নৌপরিবহন অধিদপ্তর মহাপরিচালক কমডোর মোঃ শফিউল বারী, চট্টগ্রামের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান, মাদারীপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নৌপ্রকৌশলী মোহাম্মদ শহিদ উল্লাহ সহ প্রতিষ্ঠানটির বিশিষ্টজনরা। এতে বক্তারা, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্থ হয়ে পাইলট, কোমলমতি শিশু-সহ মৃত্যুবরণকারী সবার জন্য শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এবারের প্রশিক্ষণ কোর্সে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রামের ২০৭ জন এবং ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, মাদারীপুরের ১০০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। কুচকাওয়াজ অনুষ্ঠানে বেসামরিক গণ্যমান্য ব্যক্তি, দেশী ও বিদেশী জাহাজ মালিক এবং এজেন্টদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.