বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযান, দেশিয় অস্ত্রসহ ১৭ চোর আটক
বঙ্গোপসাগরের কুতুবদিয়া বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে দেশিয় অস্ত্রসহ ১৭ চোরকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সুরমা’। গতকাল বৃহস্পতিবার রাতে নৌবাহিনী থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরের কুতুবদিয়ার দক্ষিণে একটি সংঘবদ্ধ দল কাঠের নৌকার মাধ্যমে চুরির প্রস্তুতি নিচ্ছে এ সংবাদের ভিত্তিতে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘সুরমা’ অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ১৭ চোরকে আটক করে। তবে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
অভিযানে ইঞ্জিনচালিত কাঠের বোটসহ রামেল, ছুরি, হাতুড়ি, মোবাইলফোন ও বিভিন্ন রকমের লাইট জব্দ করা হয়। যার আনুমানিক দাম সাড়ে পাঁচ লাখ টাকা। পরবর্তীতে জব্দ করা পণ্যসহ আটক চোরদের আইনানুগ ব্যবস্থা নিতে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।
বঙ্গোপসাগরের বহির্নোঙর ও তদসংলগ্ন এলাকায় নিয়োজিত নৌবাহিনী জাহাজ ও অন্যান্য মেরিটাইম সংস্থা নিয়মিত টহল এবং অভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.