আবদুল্লাহ আল নোমান পরিপূর্ণ রাজনীতিবিদ ছিলেন : আমীর খসরু

সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান পরিপূর্ণ রাজনীতিবিদ ছিলেন বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নোমান ভাই ছাত্র রাজনীতি করেছেন, শ্রমিক রাজনীতি করেছেন, বিএনপির রাজনীতি করেছেন। উনি একজন পরিপূর্ণ রাজনীতিবিদ ছিলেন। উনি সার্বক্ষণিকভাবে রাজনীতিতে জড়িত ছিলেন।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগঠিত করার জন্য চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণসহ এই অঞ্চল এবং যেখানেই দলের ডাক দেওয়ার জন্য বলা হয়েছে সেখানে ছুটে গেছেন। উনার রক্তের সঙ্গে রাজনীতি মিশে গেছে।

শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারি) নাসিমন ভবনের সামনে আবদুল্লাহ আল নোমানের মরদেহে শ্রদ্ধা নিবেদন উপলক্ষে আনা হলে সমবেত নেতা-কর্মীদের উদ্দেশে এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, নোমান ভাইয়ের সঙ্গে চট্টগ্রামের রাজনীতি ও কেন্দ্রীয় ভাবে অনেক স্মৃতি আছে। সুখ, দুঃখ, ভালো-খারাপ সময় আমরা অতিক্রম করেছি। সরকারের ভেতরে, সরকারের বাইরে, রাস্তায় স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, তার আগে এরশাদ বিরোধী আন্দোলনে নোমান ভাই উজ্জ্বল ভূমিকা রেখে গেছেন।

তিনি বলেন, চট্টগ্রামের রাজনীতিতে আমরা উনার অবদানের জন্য ঋণী। নোমান ভাই হয়তো সুস্থ থাকলে, আরও কিছু দিন বাঁচলে আমাদের আগামী রাজনীতিতে বিশেষ করে আজকের যে প্রেক্ষাপট আরেকটি ক্রান্তিলগ্নে আমরা এসে পড়েছি। এ সময় তার অবদান আমাদের প্রয়োজন ছিল।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.