সিএমপির বিশেষ অভিযানে আরো ২৫ জন গ্রেপ্তার
চট্টগ্রামে বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত টানা ২৪ ঘণ্টা অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়।
সিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ২৫ জনের মধ্যে কোতোয়ালী, সদরঘাট, চান্দগাঁও, বন্দর, হালিশহর, পাহাড়তলী, ইপিজেড, কর্ণফুলী, পতেঙ্গা ও চকবাজার থানায় একজন করে, বাকলিয়া, খুলশী, পাঁচলাইশ, আকবর শাহ থানায় দুইজন করে, বায়েজিদ বোস্তামি থানায় তিনজন ও ডবলমুরিং থানায় চার জন রয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মোক্তার আলম (৩৬), মো. কামাল হোসেন (৪৪), মো. কোরবান আলী (২৪), হুমায়ুন কবির (৫৭), মো. সাজন মিয়া (৩৭), ইফরান উদ্দিন চৌধুরী (৩১), মো. আরকান উদ্দিন (২০), এস এম আলমগীর রানা (৫২), মো. রাসেল (২৫), মো. ইসতিয়াক হাসান ইমন (২৭), নাজের উদ্দিন নুরু (৫৬), মো. শাহাব উদ্দিন (২৬), মো. হাসান (২৪), মো. তানভীর (২০), মো. আলামিন (২১), মো. শফি আলম বাদশা (৪৭), মোহাম্মদ আলী (৪০), মো. জুলহাস (১৯), মো. শাহীন আলম (১৯), মো. সোহেল (৩৫), মো. হাসান (২৫), মো. সুমন (২৪), নিজামুল হক নিজাম (৩৫), সাজ্জাদ আলম বাপ্পি (৩৩) ও মো. এনামুল হক (৪০)।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.