পাঁচলাইশ থেকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার করেছে র্যাব
চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থেকে মো. ইরফান (৪২) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকবাল বুধবার সন্ধ্যায় পাঁচলাইশ থানার কাতালগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. ইরফান চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর গশ্চি গ্রামের মৃত সৈয়দ মাওলানা তোফায়েলের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, ইরফানের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানার একটি হত্যা মামলায় আদালত সাজা পরোয়ানা জারি করেছেন। তিনি দীর্ঘ পাঁচ বছর ধরে লুকিয়ে ছিলেন। গতকাল (বুধবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.