সিএমপির সাবেক কমিশনার সাইফুলের রিমান্ড নামঞ্জুর
জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হৃদয় চন্দ্র তরুয়া হত্যা মামলায় নগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামের রিমান্ড নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের তৃতীয় মহানগর হাকিম এ আদেশ দেন। সাবেক কমিশনার সাইফুল ইসলামকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। এ সময় তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে সিএমপির একটি দল গিয়ে তাকে চট্টগ্রাম নিয়ে আসেন।
চট্টগ্রাম মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলী মফিজুল হক ভূঁইয়া বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়াকে খুনের মামলায় সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে দুদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামের সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত সেটা নামঞ্জুর করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।’
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.