বায়েজিদে বিদেশি মদসহ গ্রেপ্তার ২

নগরীর বায়েজিদ এলাকা থেকে ৪৭ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে নগরীর বায়েজিদ আরেফিন নগর কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশাল মেহেন্দীগঞ্জ এলাকার মৃত জাকির হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৩৮) এবং টাঙ্গাইল কালিহাতি এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মোঃ সুমন (৩২)।

বৃহস্পতিবার ( ৯ জানুয়ারী) র‌্যাব-৭ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিভিন্ন এলাকায় মদসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। গতকাল বুধবার দিবাগত রাতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বায়েজিদ আরফিন নগর এলাকায় অভিযান চালিয়ে ৪৭ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য আনুমানিক দুই লাখ টাকা।  গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.