বায়েজিদ থেকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নগরীর বায়েজিদ থেকে মোহাম্মদ হোসেন মধুকে (৪০) নামে এক ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বুধবার রাতে বায়েজিদ থানাধীন আতুরার ডিপো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মধু চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকার মোহাম্মদ মান্নানের ছেলে। তিনি এতোদিন গ্রেপ্তার এড়িয়ে পলাতক ছিলেন বলে জানিয়েছেন র‌্যাব।

র‍্যাব-৭ এর ভারপ্রাপ্ত উপ-পরিচালক (মিডিয়া) মো. সাদমান সাকিব জানান, গত বছরের ৫ সেপ্টেম্বর মধুর বিরুদ্ধে চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছিল। তিনি গ্রেপ্তার এড়াতে নগরের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে নগরীর আতুরার ডিপোে এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী  আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.