জলাবদ্ধতা নিরসনে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি : শাহজাহান চৌধুরী

নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী বলেছেন, চট্টগ্রামের জলাবদ্ধতা মানবসৃষ্ট। মেগা প্রকল্প সময়মত শেষ না করা ও অপরিকল্পিত নগরায়নের জন্য দায়ী।বর্ষা শুরুর আগে চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।

বুধবার (৮ জানুয়ারি) সকালে নগর জামায়াত ও ‘আমরা চাঁটগাঁবাসীর’ যৌথ মতবিনিময় সভায় তিনি এ মত দেন। সভায় ১৯ দফা তৃণমূল উন্নয়ন প্রস্তাবনা তুলে ধরে ‘আমরা চাঁটগাঁবাসী’।

এ মুহূর্তে নতুন প্রকল্প গ্রহণ না করে চলমান মেগাপ্রকল্পগুলোর দ্রুত সমাপ্তি নিশ্চিত করার পাশাপাশি একটি আধুনিক ও বহুমুখী মাস্টারপ্লান তৈরির উদ্যোগ নেওয়ার পক্ষে মত দেন আমরা চাঁটগাঁবাসীর নেতারা।

সভায় ‘আমরা চাটগাঁবাসী’র সেক্রেটারি জেনারেল এবিএম ইমরানের প্রস্তাব উপস্থাপনা ও সঞ্চালনায় বক্তব্য রাখেন নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, আমরা চাটগাঁবাসীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল। আমরা চাটগাঁবাসী রিসার্চ সেলের কো-অর্ডিনেটর ওয়াসী উদ্দিন আনসারী, সাংবাদিক কামরুল হুদা, ডা. ফজলুল হক সিদ্দিকী, উত্তম কুমার আচার্য্য, প্রকৌশলী আব্দুল বাতেন, কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন খালেদ, জানে আলম চৌধুরী, ডা. আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার তৌহিদুল আলম চৌধুরী, রাশেদুল আজীজ, ফরহাদ উদ্দীন সোহাগ, কবি জসিম উদ্দিন, শাখাওয়াত ইলাহী শিবলী প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.