বান্দরবানে সৎ ভাইয়ের হাতে ভাই খুন

বান্দরবানে পারিবারিক কলহের জেরে সৎ ভাই মোহাম্মদ মুসা মিয়ার হাতে খিুন হয়েছে তারই ছোটভাই মোহাম্মদ নুরুল আফসার (২১)। গতকাল শনিবার (৪ জানুয়ারি) জেলার আলীকদম উপজেলা সদরের দক্ষিণ নয়াপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল আফসার ওই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তাদের পরিবারে সম্পত্তি সংক্রান্ত বিষয়েবিরোধ চলছিল। এর জে‌রে আজ সকালে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় বড় ভাই মোহাম্মদ মুসা মিয়া তার সৎ ভাই নুরুল আফসারের মাথায় আঘাত করে এবং কামড় দিয়ে আফসারের কান ছিঁড়ে নেয়।

আহত নুরুলকে উদ্ধার ক‌রে প্রথ‌মে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়। পরে অবস্থার অবন‌তি হ‌লে কর্তব্যরত চিকিৎসকের পরাম‌র্শে তা‌কে পার্শ্ববর্তী চকরিয়া হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সাড়ে তিনটার সময় তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত ডাক্তার সৌরভ জানান, নিহত নুরুল আফসারের মাথায় লাঠির আঘাতের চিহ্ন রয়েছে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, সৎ ভাইয়ের লা‌ঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি তদন্তাধীন ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.