অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৪

নগরীর ইপিজেডের বিভিন্ন এলাকায় অভিয়ান চালিয়ে অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, মো. রবিউল ইসলাম বেলাল (২৫), মো. হালিম (৩৫) ও মো. মানিক মিয়া (৩৫)। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার দুইশত পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার ( ১০ জুলাই) ইপিজেড থানার নেভী হল, নয়ারহাট ও কলসী দিঘীর পাড় এলাকা থেকে এ তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রবিউল ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার বাঁশবুনিয়া গ্রামের মৃত লতিফ আকন্দের ছেলে, হালিম বাগেরহাট জেলার নারিকেল তলা পৌরসভার মৃত আলম আবুল হাসেমের ছেলে ও মানিক বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার গৈশালী মৃত হেমায়েতের ছেলে।

সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাহমুদুল হাসান চট্টগ্রাম২৪ নিউজকে বলেন, গত ৮ ও ৯ জুলাই ইপিজেডের বন্দরটিলা এলাকার নারিকেল বিক্রেতা ও লুঙ্গি বিক্রেতার কাছথেকে চেতনা নাশক ঔষধের মাধ্যমে এই অজ্ঞান পার্টির সদস্যরা প্রায় ৪৪ হাজার টাকা হাতিয়ে নেয়। ভিকটিমের অভিযোগের ভিত্তিতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযান চালিয়ে রবিউল, হালিম ও মানিককে গ্রেপ্তার করা হয় । তাদের কাছথেকে হাতিয়ে নেয়া মধ্যে ১০ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়।

তিনি জানান, আসামী হালিম  ও বেলাল বন্দর থানার একই ধরনের মামলায় বর্তমানে জামিনে আছে। এই অবস্থায় তারা আবার এই ঘটনা ঘটাল। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.