গাউছিয়া সুইটসসহ তিন প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা

১৬

অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্স নবায়ন না করাসহ নানা অভিযোগে চকবাজারের তিন প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।

তিনি জানান, চকবাজার এলাকায় অভিযান চালিয়ে মোট তিন প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে নিবন্ধন লাইসেন্স না থাকায় এরাবিয়ান দরবারকে ৯ হাজার টাকা, সেবার চার্ট না থাকা, কর্মচারীদের ইউনিফর্ম না থাকা, অভিযোগ বক্স না থাকায় ফোরস্টার হোটেলকে ৫ হাজার টাকা এবং কাঁচে ঘেরা মিষ্টির উপর মাছির আনাগোনা দেখতে পাওয়ায় গাউছিয়া প্রিমিয়াম সুইটস এন্ড বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম ।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.