বিভিন্ন অপরাধে খাতুনগঞ্জের সাত দোকানকে জরিমানা

১১

দোকানে লাইসেন্স ও মূল্য তালিকা না টাঙানো, পণ্যমূল্যের ক্রয়-রশিদ সংরক্ষণ না করাসহ বিভিন্ন অপরাধের দায়ে সাত দোকানকে ৩৬ হাজার পাঁচশত জরিমানা করা হয়েছে।

সোমবার ( ১০ জুন ) নগরীর খাতুনগঞ্জে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেন পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক।

তিনি জানান, পবিত্র ঈদ-উল আযহাকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করেছে রেখেছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। সোমবার অভিযানে খাতুনগঞ্জের  মেসার্স বশর মোল্লা কোংকে ৫ হাজার, মেসার্স এম.আই ট্রেডিংকে ৪ হাজার, মেসার্স মরিয়ম ট্রেডার্সকে ১০ হাজার, ইউনিক ট্রেডিংকে ৪ হাজার, নুরুল হক ট্রেডার্সকে ৩ হাজার  মেসার্স মদিনা ট্রেডিংকে ৩ হাজার ও মেসার্স এম.কে ট্রেডিংকে ২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। কৃষি কর্মকর্তা আবু বক্কর ও কোতোয়ালি থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন বলে জানান তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.