কিশোর গ্যাংয়ের বিরোধ, ছুরিকাঘাতে এক কিশোর নিহত

৩৩

চট্টগ্রাম নগরীতে দুই কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. আজিম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে নগরীর ডবলমুরিং থানাধীন চৌমুহনী এলাকায় কর্ণফুলী কাঁচাবাজারের পেছনে এ ঘটনা ঘটে। নিহত আজিমের দেশের বাড়ি কুমিল্লায়। সে নগরীর চৌমুহনী এলাকায় থাকতো। চট্রগ্ৰাম বন্দরের বর্হিনোঙরের জাহাজে কাজ করতো।

নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) নিহাদ আদনান তাইয়ান বলেন, ‘আগ্রাবাদ হাজীপাড়া ও মুহুরীপাড়ার কিশোর বয়সী দুদলের মধ্যে বিরোধ ছিল। এর আগে রোববার তাদের মধ্যে একদফা মারামারি হয়। এর জের ধরে সোমবার রাতে খুনের ঘটনা ঘটেছে। তবে কী নিয়ে বিরোধ, তা এখনো জানতে পারিনি।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী জানান, রাত সাড়ে ৯টার দিকে আজিম কাঁচাবাজারের পেছনে একা দাঁড়িয়ে ছিল। এ সময় পাঁচ-ছয়জনের একটি দল তার ওপর হামলা করে। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। স্থানীয়রা আহত আজিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি  বলেন, যে আজিমকে ছুরিকাঘাত করেছে, তাকেসহ তিনজনকে গ্রেপ্তার করেছি। রক্তমাখা ছোরা উদ্ধার হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.