খুলশীর চার রেস্টুরেন্টকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
লা মেনসা, দ্য গোল্ডেন স্পুন, দ্য পিৎজা কো ও ক্রিমসন কাপ রেস্টুরেন্টকে এ জরিমানা করা হয়
অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোতি না নিয়ে পণ্য উৎপাদনসহ নানা অভিযোগে চার রেস্টুরেন্টকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার ( ২ জুন ) দুপুরে চালানো অভিযানে নগরীর খুলশীর এলাকার ‘লা মেনসা, দ্য গোল্ডেন স্পুন, দ্য পিৎজা কো ও ক্রিমসন কাপ রেস্টুরেন্টকে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, ‘লা মেনসা’ রেস্টুরেন্টের কিচেনে অস্বাস্থ্যকর ও বাসি খাবার পাওয়ায় ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা, ‘দ্য গোল্ডেন স্পুন’ রেস্টুরেন্টে অবৈধভাবে কেক ও দই উৎপাদনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া লাইসেন্স না নিয়ে রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনার করার দায়ে ‘দ্য পিৎজা কো’ ৩০ হাজার টাকা ও ‘ক্রিমসন কাপ’ রেস্টুরেন্টের লাইসেন্স না থাকার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমান আদালত চলাকালীন সময়ে পুলিশ ও কাট্টলী সার্কেল ভূমি অফিসের কর্মচারীবৃন্দ সহযোগীতা করেন বলে জানান তিনি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.