খাতুনগঞ্জের দোকানের ক্যাশবাক্স ভেঙ্গে টাকা চুরি , গ্রেপ্তার ১ ,

৩ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার

২৯

নগরীর খাতুনগঞ্জের দোকানের ক্যাশবাক্সের তালা ভেঙ্গে ৪ লাখ টাকা চুরির অভিযোগে মো. কাউসার ( ২৪ ) নামে এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

 বৃহস্পতিবার  ( ২৩ মে ) রাতে কোতোয়ালী থানাধীন খাতুনগঞ্জ নবী মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী জোনের এডিসি কাজী মো তারেক আজিজ জানান, খাতুনগঞ্জ চাঁন মিয়া গলির ব্যবসায়ী মো. ইউছুপ ওয়াশরুমে গেলে এই ফাঁকে ক্যাশবাক্স থেকে ৪ লাখ টাকা চুরি হয়ে যায়। ব্যবসায়ী ইউছুপ ওয়াশরুম থেকে ফিরে এসে দেখেন ক্যাশবাক্সের তালা ভাঙ্গা এবং বাক্সে থাকা চার লাখ টাকা নেই। বিষয়টি জানিয়ে কোতোয়ালি থানায় অভিযোগের ভিত্তিতে থানার এসআই মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরকে শনাক্ত করে পরবর্তীতে  একই এলাকা থেকে আসামী কাউসারকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক নবী মার্কেটের চতুর্থ তলায় আসামি কাউছারের বাসার খাটের নিচ থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.