চাঁদাবাজদের জায়গা চট্টগ্রাম শহরে হবে না, রেজি: বিহীন গাড়ি এই শহরে চলবে না
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বলেছেন, চাঁদাবাজদের জায়গা চট্টগ্রাম শহরে হবে না। জোর জবরদস্তি করে কারো কাছ থেকে চাঁদা নেয়ার এই পেশা ছেড়ে দিতে হুঁশিয়ারী উচ্চারণ করে পুলিশ কমিশনার বলেছেন, নগরবাসী এ ধরণের চাঁদা বাজির শিকার হলে দ্রুত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে অভিযোগ দিতে। তিনি ছিনতাই কারীদের বিরুদ্ধে হুশিয়ার করে বলেছেন, পুলিশ থাকলে চট্টগ্রাম শহরে ছিনতাই কারী থাকতে পারেনা। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দায়িত্ব নেয়ার গত এক বছরে চট্টগ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতির তুলনামূলক অনেক ভালো উল্লেখ করে সকলের সহযোগিতায় আরো ভালো কিছু করার আশাবাদ ব্যক্ত করেছেন।
৫ সেপ্টেম্বর মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় এসব কথা বলেন।
সিএমপি কমিশনার আরো বলেছেন, জোর জবরদস্তি করে কারো কাছ থেকে আর্থিক মুনাফা নেওয়া যাবে না। বৈধভাবে ব্যবসা করেন-এক্ষেত্রে সবার জন্য সহযোগিতা উন্মুক্ত থাকবে।
তিনি বলেন, রেজিস্ট্রেশনবিহীন কোনো গাড়ি চট্টগ্রাম নগরীতে চলতে পারবে না। নগরজীবনে জনস্বার্থে অনেক কিছু মানুষকে মেনে নিতে হয়। বিদ্যমান কাঠামো, অতিরিক্ত জনসংখ্যা ও পরিবহনের কারণে পুলিশকে বাধ্য হয়ে অনেক সময় নানা সিদ্ধান্ত গ্রহণ করতে হয় যা অনেকের কাছে পছন্দের না ও হতে পারে। তবে দেশ ও জাতির স্বার্থে অনেককিছু আমাদের বিবেচনায় আনা উচিত।
পুলিশ কমিশনার আরো বলেন, পুলিশ এবং সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক অস্বীকার করার সুযোগ নেই। পুলিশ বিভাগে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ অনেক বেশি। এ কাজের মূল শক্তি গণমাধ্যম। গণমাধ্যম পুলিশকে এগিয়ে যাবার পথ বাতলিয়ে দেয়। মিডিয়ার অনেক ভূমিকা পুলিশের প্রতি মানুষের ইতিবাচক ধারণা বৃদ্ধি করে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।
যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ আলী আব্বাস, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, প্রেস ক্লাবের কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, মোয়াজ্জেমুল হক, মঞ্জুরুল আলম মঞ্জু, সিইউজে’র সাবেক সভাপতি অঞ্জন কুমার সেন, সাংবাদিক জাহিদুল করিম কচি, পংকজ কুমার দস্তিদার, নুরুল আলম, দেবপ্রসাদ দাস দেবু, আসিফ সিরাজ সহ অন্যরা।
সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) আকরামুল হাসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিআর) স্পিনা রানী প্রামাণিক, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) অতনু চক্রবর্তী, সহকারী পুলিশ কমিশনার ও স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার সব্যসাচী মজুমদার, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মাহমুদুল হাসান, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবীর’সহ প্রেস ক্লাবের সদস্য, পুলিশ সদস্য এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.