টাকার ভাগ নিয়ে বিরোধ, পিতার লাশ ৪০ ঘন্টা পর দাফন

৮২৩

পিতার মৃত্যুর পর সন্তানরা ৫০ লাখ টাকার ভাগ-ভাটেয়ারাকে কেন্দ্র করে মারা যাবার ৪০ ঘন্টা পর দাফন করা হয় মনির আহমদ নামে এক ব্যক্তিকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নে।

পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড থেকে দুই বছর আগে অবসরে যাওয়া মনির আহমদ শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওইদিন হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি কর্ণফুলী উপজেলার বড় উঠান। লাশ বাড়িতে পৌছার পর মনির আহমদের পেনশনের টাকার ভাগ-ভাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পরেন ৫ ছেলে-মেয়ে ও স্ত্রী।

স্থানীয়রা জানান, মনির আহমদের অবসরের ৫০ লাখ টাকা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে মেজ মেয়ে বেবি আকতারের সঙ্গে অন্য ভাইবোনদের বিরোধ চলছিল। ফলে মৃত বাবার লাশ পড়ে থাকে বিনা দাফনে।

রবিবার স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে সামাজিক বৈঠকে গড়ায় বিষয়টি। জনপ্রতিনিধিরা অবসরের টাকা সমবণ্টনের আশ্বাস দিলে ৪০ ঘণ্টা পর আজ সোমবার ১০টার দিকে মৃত মনির আহমদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বেলা ১১টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তবে মনির আহমদের স্ত্রী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার এক ছেলে প্রবাসে থাকায় দাফনে বিলম্ব হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.