চবিতে ছাত্রী হেনস্তা: মূল হোতাসহ চারজন গ্রেপ্তার

১৯৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্তার ঘটনায় মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। ঘটনার মূল হোতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজিমকে রাঙ্গুনিয়া থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে এ ঘটনায় জড়িত শাওন, বাবু ও মাসুদ নামের আরো তিনজনকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব।

শনিবার (২৩ জুলাই) চট্টগ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ জানান, গ্রেফতারকৃত চারজনের মধ্যে আজিম ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ও বাবু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় জড়িত আরো দুইজন এখনো পলাতক, তাদের গ্রেফতারে চেষ্টা চলছে।

আটক আজিম নোয়াখালীর হাতিয়া থানার চর ভারত সেন এলাকার মো. আমির হোসেনের পুত্র। নুর হোসেন শাওন হাটহাজারীর ফতেপুর ৩ নম্বর ওয়ার্ডের জাবেদ হোসেনের ছেলে। নুরুল আবছার বাবু ফেনীর পরশুরাম বেড়াবাড়ি এলাকার বেলায়েত হোসেনের ছেলে। মাসুদ রানা ঝালকাঠির আশিয়ার এলাকার আবদুল মান্নানের ছেলে। মেহেদী হাসান হৃদয় চবি শাহ আমানত হলে থাকেন। তিনি শেরপুরের মাধবপুর এলাকার রনজু মিয়ার ছেলে।

র‌্যাব জানান, হাটহাজারী সরকারি কলেজের দুই শিক্ষার্থীর আত্মীয়-স্বজন চবিতে কর্মরত থাকার কারণে তারা প্রায়ই ক্যাম্পাসে থাকে।

গত রবিবার (১৭ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল সংলগ্ন এলাকায় কয়েকজন দুর্বৃত্তের হাতে শারীরিক হেনস্তার শিকার হন এক ছাত্রী। ওই সময় তার সঙ্গে থাকা বন্ধুকেও মারধর করা হয়। ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ফোন। পরে এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর বরাবর অভিযোগ দিলে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া জড়িত পাঁচজনকে আসামি করে থানায় মামলাও করেছেন ওই শিক্ষার্থী।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ছাত্রী হেনস্তা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বৃহস্পতিবার সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল করে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.