চট্টগ্রামে ৪১ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

১৯১

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। নমুনা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৩৯ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৯৭ শতাংশ। তারও আগে বুধবার ছিল ১৭ দশমিক ৯৬ শতাংশ। এতে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ লাখ ২৭ হাজার ৯৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো একজনের। এতে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩৬৬ জনে।

শনিবার (১৬ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায় ।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬টি ল্যাবে ২০১টি নমুনা পরীক্ষায় ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৮ জন নগরের বাসিন্দা। বাকি ৩ জনের মধ্যে ২ জন রাউজানের ও হাটহাজারীর ১ জন রয়েছেন।

এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৯৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৩ হাজার ২৬৯ জন এবং বাকি ৩৪ হাজার ৭১৯ জন বিভিন্ন উপজেলার।

এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৩৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৬ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। বাংলাদেশে ভাইরাসটিতে প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর চট্টগ্রামে প্রথম কোন রোগী সংক্রমিত হয় একই বছরের ৩ এপ্রিল।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.