পটিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬জন নিহত ও ১৫জন আহত হয়েছে। সোমবার (১১জুলাই) রাত সোয়া ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভাইয়ার দীঘি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় যাত্রীবাহি একটি বাস সিএনজি অটোরিকশাকে চাপা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই সময় যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি চন্দনাইশ থেকে পটিয়ার দিকে আসছিল। আর কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী বাসটি পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৬ যাত্রী মারা যায়। নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন মহিলা। আহত হয় অন্তত ১৫জন। তারা সবাই বাসের যাত্রী।
পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বলেন, ‘ভাইয়ার দিঘীরপাড় নামক এলাকায় একটি অটোরিকশাকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায় বাসটি। অটোরিকশাটিও দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছেন।’ প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
ঘটনার পর পটিয়া ফায়ার সার্ভিস, পটিয়া থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
এ সময় রাস্তার দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.