চট্টগ্রামে করোনায় আবারও মৃত্যু
চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশ।
শুক্রবার (১ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মারা যাওয়া পটিয়ার ৬০ বছর বয়সী ওই নারী করোনার টিকা নিয়েছিলেন। করোনা আক্রান্ত হওয়া ওই নারী উচ্চ রক্তচাপের সমস্যাও ছিল।
জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে ওই নারী ২ দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপ ছাড়া তার আর কোন উপসর্গ ছিল না।
চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১১টি ল্যাবে ৪৪৫টি নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৪ জন নগরীর বাসিন্দা। বাকিদের মধ্যে সাতকানিয়ায় ১, লোহাগাড়ায় ১, পটিয়ায় ১, বোয়ালখালীতে ২, রাউজানে ১, ফটিকছড়িতে ১ ও সীতাকুণ্ডে ১ জন করোনা আক্রান্ত হয়েছেন।
এর আগে বুধবার (২৯ জুন) চট্টগ্রামে ৭০ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ২৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৬৫০ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৯ জনের।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.