২৩ বছরে চ্যানেল আই, চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজন
রীমা কনভেনশন সেন্টারে সুধী সমাবেশ, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দেশের শীর্ষ স্থানীয় ও জনপ্রিয় প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল, চ্যানেল আই মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর এই ঐতিহাসিক ক্ষণে ২৩ বছরে পদার্পণে চট্টগ্রামে ব্যাপক কর্মসূচী পালন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম অফিসের উদ্যোগে নগরীর রীমা কনভেনশন সেন্টারে সুধী সমাবেশ, কেক কাটা ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি ও বিজিএমইএর সাবেক প্রথম সহ সভাপতি এস এম আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চ্যানেল আই চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ। চ্যানেল আই দর্শক ফোরামের সদস্য জাহেদুর রহমান সোহেল ও আবৃত্তিকার মিলি চৌধুরীর সঞ্চালনায় সুধী সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, নগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একে এম ফজলুল্লাহ, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ছৈয়দুল হক, বিভাগীয় প্রাণী সম্পদ পরিচালক ডাক্তার মো: রিয়াজুল হক, সাবেক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আলী, সাধারণ সম্পাদক ম সামশুল ইসলাম, উত্তর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম, নাগরিক কমিটির মহাসচিব এ্যডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম চট্টগ্রাম টিভি জর্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার, চেম্বার পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর) মো. আরাফাত হোসেন, চট্টগ্রাম ডেকোরেটার্স মালিক সমিতির সভাপতি হাজী মো. সাহাব উদ্দিন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদ খোরশেদ আলম, সাবেক প্যানেল মেয়র রেখা আলম চৌধুরী, চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম শহীদুল আলম, জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার সানজিদ রশিদ চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের প্রচার সম্পাদক আলিউর রহমান, জিপিএইচ ইস্পাত লিমিটেডের মিডিয়া এ্যাডভাইজার অভিক ওসমান, দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক লুবনা হারুন, মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এ্যাডভোকেট চন্দন তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজিশ ইমরান, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য নাছির উদ্দিন ছিদ্দিকী, চ্যানেল আইয়ের কো-অর্ডিনেটর মো: আমিন চৌধুরী, রোভার স্কাউটস লিডার মো. এনাম, ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ দাশ, তারুণ্যের প্রতীকের সভাপতি জিএম তাওসীফ, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ খান, বনজৌরের পরিচালক আক্কাস উদ্দিন, জাতীয় ছাত্রসমাজের নগর আহবায়ক শরীফুল মোল্লাহ নীরব সহ প্রমুখ।
বক্তারা মহান মুক্তিযদ্ধের চেতনাকে ধারণ করে দেশের উন্নয়ন অগ্রগতি, কৃষি, পরিবেশ সহ সুস্থধারার সাংস্কৃতি বিকাশে চ্যানেল আইএর ভূমিকার ভুঁয়সী প্রশংসা করেন। সেই সাথে চট্টগ্রামের সমস্যা সম্ভাবনা নিয়ে আরো সংবাদ সহ অতীতের মতো নিরপেক্ষতার সাথে সংবাদ পরিবেশন অব্যাহত রাখারও আহবান জানান বক্তারা । সমাবেশে চট্টগ্রামের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.