সিআরবিতে হাসপাতাল: প্রতিহত করার ঘোষণা নাগরিক সমাজের

৫৩০

সিআরবিতে হাসপাতাল নির্মাণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম নাগরিক সমাজের চেয়ারম্যান সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন।

মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে বঙ্গবন্ধু হলে এক সাংবাদিক সম্মেলনে তিনি এমন ঘোষণা দেন।

সিআরবিতে হাসপাতাল বিরোধী আন্দোলনে জন্ম নেয় চট্টগ্রাম নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে ড. অনুপম সেন বলেন, ‘এভাবে আর চলতে দেওয়া যায় না। উদ্যোগের অভাবে নান্দনিক শহর চট্টগ্রামের সবুজ প্রকৃতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। চট্টগ্রামবাসীকে সাথে নিয়ে সিআরবিতে হাসপাতাল নির্মাণ বন্ধ করবো।’

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, চট্টগ্রাম নাগরিক সমাজের সদস্য সচিব এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।

তিনি সিআরবিতে বিভিন্ন প্রজাতির দেড়শতাধিক গাছ রয়েছে উল্লেখ করে বলেন- এখানে হাসপাতাল নির্মাণের প্রকল্প বাস্তবায়িত হলে, তা হবে দেশের পবিত্র সংবিধান ও পরিবেশ আইন বিরোধী আত্মঘাতী সিদ্ধান্ত । বেসরকারি উন্নয়ন সংস্থা ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউম্যান অফিনিয়নের (ইকো) উদ্যোগে পরিচালিত গবেষণার উদৃতি দিয়ে বলেন, সিআরবিতে ১৯৭টি উদ্ভিদ প্রজাতি পাওয়া গেছে। এর মধ্যে বড়গাছ ৭৪ প্রজাতির ও মাঝারিগাছ ৩৭ প্রজাতির, গুল্ম প্রজাতির ৬৭টি এবং লতা জাতীয় উদ্ভিদ ১৪ প্রজাতির। বিপন্নপ্রায় ৯টি প্রজাতির গাছ আছে।

ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, প্রস্তাবিত স্থানটিতে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রব, শহীদ শেখ নজির আহাম্মদ, শহীদ এম এ মনোয়ার হোসেন, বিমল সিং, ফখরুল আলম, মো. সিরাজউদ্দীন, আলী নূর চেীধুরী, মহিউদ্দীন, নুরন্নবী চৌধুরী ও গঙ্গরামের স্মৃতিস্তম্ভ। শহীদ আবদুর রবের পৈত্রিক বাসস্থান এখানে। যে বাসা থেকে তিনি যুদ্ধে যান। যুদ্ধে ইতিহাস মুছে দিতে বাণিজ্যিক হাসপাতাল হতে পারে না।

চট্টগ্রাম নাগরিক সমাজের সদস্য সচিব এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় চট্টগ্রামের উন্নয়ন নিয়ে ভাবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য জানানো হলে তিনি এ প্রকল্পের স্থান চট্টগ্রামে রেলওয়ের অন্য কোনো জায়গায় সরিয়ে নেওয়ার নির্দেশ নিবেন বলে আমরা বিশ্বাস করি।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম নাগরিক সমাজের কো-চেয়ারম্যান দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কার্যকরী সদস্য এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম নাগরিক সমাজের যুগ্ম সদস্য সচিব রাশেদ হাসান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.