চট্টগ্রামে ১৩ মৃত্যু, শনাক্ত ৫০৭
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৩ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৫০৭ জনের শরীরে।
সোমবার (৯ আগস্ট) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এদিন চট্টগ্রামের ৯ টি ল্যাবে ২ হাজার ৩৭১ জনের নমুনা পরীক্ষা করে ৫০৭ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম নগরেরই ৩৭৪ জন। ১৩৩জন বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২১ দশমিক ০৩ শতাংশ
উপজেলা পর্যায়ে এদিন করোনা শনাক্তের ছিল নিম্নমুখি। এর মধ্যে ফটিকছড়িতে ৩৭, সীতাকুণ্ড ২১,পটিয়া ১৯, হাটহাজারী ১৮, মিরসরাই ৯, আনোয়ারা ৮ , বাঁশখালী ৫, রাউজান ৪, বোয়ালখালী ৪,সাতকানিয়া ৩, রাঙ্গুনিয়া ২, চন্দনাইশ ২ এবং সন্দ্বীপে ১ জন।
চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ২৮ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরের ৬৭ হাজার ২৬৮ জন। বাকি ২৩ হাজার ৭৬০ জন বিভিন্ন উপজেলার।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৮জন বিভিন্ন উপজেলার, ৫ জন নগরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৭২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬২৬ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৪৪৬ জন।
এর আগে, রোববার করোনায় চট্টগ্রামে মারা গিয়েছিল ১৫ জন, শনাক্ত হয়েছিলেন ৯৩৩ জন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.