সৌদি আরবে মারা যাওয়া ১ ভাইয়ের লাশ আনতে গিয়ে আরো ২ভাই নিহত,

মর্মান্তিক এ ঘটনায় ভুজপুর জুড়ে শোকের মাতম

৩৪

 

সৌদি আরবে মারা যাওয়া ছোট ভাই রুবেলের লাশ আনতে গিয়ে কুমিল্লায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বড় ভাই ও ফুফাতো ভাই সহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২জন।
শনিবার বিকাল পৌনে পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কালিকাপুর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

জানা যায় সৌদি আরবে এক বছর আগে কফিলের নির্মম নির্যাতনে মারা যায় চট্টগ্রামের ফটিকছড়ি ৪নম্বর ভুজপুরি ইউনিয়নের তালুকদার পাড়া গ্রামের উদীয়মান তরুণ মোঃ রুবেল । দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তার লাশ আজ শনিবার ঢাকায় পৌঁছে ।

রুবেলের লাশ আনতে চট্টগ্রাম থেকে ঢাকায় যায়, বড় ভাই বাবুল, ফুফাতো ভাই ওসমান গনি কন্ট্রাক্টর ও ব্যবসায়ী বশির উদ্দিন ।

লাশ নিয়ে চট্টগ্রামে ফেরার পথে কুমিল্লার কালিকাপুর এলাকায় লাশ বহনকারী এম্বুলেন্সের সাথে কন্টেইনার বহনকারী লরির সাথে ভয়াবহ সংর্ঘর্ষে ঘটনাস্থলে বড় ভাই বাবুল ও ফুফাতো ভাই ওসমান গনি কন্ট্রাকটর নিহত হয়।

 


সে সময় আহত হয় চট্টগ্রাম থেকে যাওয়া বশির উদ্দিন সওদাগর ও এম্বুলেন্সের ড্রাইভার।
তবে আহত এম্বুলেন্স ড্রাইভার পালিয়ে গেছে বলে কুমিল্লা পুলিশ জানায়।
কুমিল্লা থানা পুলিশ চট্টগ্রাম ২৪ নিউজকে আরো জানান, আইনি কার্যক্রম শেষে এক সাথে ৩জনের লাশ চট্টগ্রামে পাঠানোর প্রকৃয়া চলছে।
এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনার খবরে চট্টগ্রামের ফটিকছড়ি ভুজপুর জুড়ে শোকের মাতম চলছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.