সিএমপিতে চালু হল ‘বডি ওর্ন ক্যামেরা’

জিপিএস প্রযুক্তিতে যেকোন স্থান থেকে সবকিছু তদারকি করা যাবে

৩৪৯

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ -সিএমপিতে প্রথমবারের মতো চালু হল ‘বডি ওর্ন ক্যামেরা’। এখন থেকে দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তার শরীরে ভ্রাম্যমাণ এই ক্যামেরা চালু থাকবে।

শনিবার (২৪ জুলাই) পরীক্ষামূলকভাবে মাঠ পর্যায়ে এই কার্যক্রম শুরু হয় ডবলমুরিং থানা থেকে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (পশ্চিম) উপ কমিশনার মো. আব্দুল ওয়ারীশ এই কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি জানান, পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে সিএমপির ডবলমুরিং, কোতোয়ালী, পাঁচলাইশ এবং পতেঙ্গা থানায় এই কার্যক্রম শুরু হচ্ছে।
প্রত্যেক থানায় ৭ টি করে ক্যামেরা থাকবে। পর্যায়ক্রমে ১৬ থানায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন জানান, এসব ক্যামেরা ভ্রাম্যমাণ সিসিটিভি’র কাজ করবে। পুলিশের চোখ এড়িয়ে গেলেও এই ক্যামেরা সবকিছু রেকর্ড করে রাখবে।

জিপিএস প্রযুক্তির মাধ্যমে যেকোন স্থানে বসেই সবকিছু তদারকি করা যাবে।

এর আগে ঢাকায় ট্রাফিক পুলিশ এই কার্যক্রম শুরু করলেও থানা পর্যায়ে দেশে প্রথমবারের মতো এই কার্যক্রম শুরু হলো।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.