করোনায় চট্টগ্রামে মৃত্যু ও শনাক্ত বাড়ছে
৫ জনের মৃত্যু, শনাক্ত ২৭৪ জন।
চট্টগ্রামে ক্রমেই করোনার থাবা ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত। এই সময়ে মারা গেছে আরও ৫ জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৭৪ জনের শরীরে। এদের মধ্যে নগরের ১৬০ জন এবং বিভিন্ন উপজেলার ১১৪ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ৬৭৯জনের। আর আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৭ হাজার ১৫৪ জনে।
শুক্রবার (২৫ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।
একদিন আগে ফটিকছড়িতে আক্রান্ত বেশী থাকলেও বৃহস্পতিবার আক্রান্তের শীর্ষে পাশের উপজেলা হাটহাজারী। এখানে শনাক্ত-২৯জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৬০ জন এবং উপজেলায় ১১৪ জন। মারা যাওয়া ৫ জনের মধ্যে ২জন নগরে, ৩জন উপজেলা পর্যায়ের। আক্রান্তদের মধ্যে ফটিকছড়ি-১৭ জন, আনোয়ারা-১৫, মীরসরাই- ১৪ জন, সীতাকুণ্ড- ১০, রাউজান-৮, রাঙ্গুনীয়া- ৪, লোহাগাড়া-৩ জন।
আরও জানা যায়, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের এগারটি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৯ শত ৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২৭৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩৬ জনের নমুনা পরীক্ষায় ৭৮ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৩৫ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৩২ জনের নমুনা পরীক্ষায় ৩১ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৮৫ জনের নমুনা পরীক্ষায় ৫০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৬ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৯০ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৭ জনের নমুনা পরীক্ষা করে ১২ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩০ জনের নমুনা পরীক্ষা করে ৬ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৬ জনের নমুনা পরীক্ষা করে ৭ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৫৪ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জন ও পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।
একই সময়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৪ জনের নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনাভাইরাসের জীবানু পাওয়া যায়নি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.