রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত ৬

৫৪৮

কক্সবাজারে পাহাড় ধস ও পানিতে ডুবির ঘটনায় ছয় রোহিঙ্গাসহ ৭ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৭ জুলাই) সকালে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরো দুইজন।

সকাল ১০টার দিকে পাহাড় ধসের ঘটনা ঘটে উখিয়ার ক্যাম্প-১০ এর ব্লক- জি/৩৭ এ। এসময় শাহ আলমের স্ত্রী নূর বাহার (৪২) ও ছেলে শফিউল আলম (৯) মারা যায়। এ সময় শাহ আলমের মেয়ে নুর ফাতেমা (১৪) ও ছেলে জানে আলম (৮) গুরুতর আহত হয়।

একই ঘটনায় ক্যাম্প ১০ এর ব্লক জি/ ৩৮ এ একই পরিবারের আরো ৩ জন নিহত হয়।

তারা হলেন- ইউসুফের স্ত্রী দিল বাহার (২৫), ছেলে আব্দুর রহমান (২৫), মেয়ে আয়েশা সিদ্দিকা।

১৬ এপিবিএন অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত দুই দিন ধরে টানা বর্ষণের কারণে পাহাড়ের পাদদেশে থাকা ক্যাম্পগুলোতে ধসের ঘটনা ঘটেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহতরা চিকিৎসাধীন। ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী রোহিঙ্গাদের নিরাপদের সরিয়ে নেয়া হয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।

মো. তারিকুল ইসলাম তারিক জানান, ঘটনার বিষয়ে ক্যাম্প-১০ এর সিআইসিকে অবগত করা হয়েছে। পানবাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরবর্তী কার্যক্রম গ্রহনের প্রক্রিয়া চলমান। এ বিষয়ে পানবাজার পুলিশ ক্যাম্পে জিডি করা হয়েছে। যার নং-৭৯৯।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোঃ শামসুদ্দৌজা বলেন, ভারী বর্ষণে ১০নং রোহিঙ্গা ক্যাম্পে ৫ জন ও ক্যাম্প ৮ ইস্টে পানিতে ডুবে আরও একজন শিশু মারা গেছে ৷ আহতদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, টেকনাফের হোয়াইক্যংয়ে মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে পাহাড় ধসে রকিম আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মনিরঘোনা গ্রামের মৃত আলী আহমদের পুত্র।

বাড়িতে অবস্থানকালে হঠাৎ পাহাড় ধসে তিনি আহত হন। উদ্ধার করে বালুখালি তুর্কি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা দেন।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ এরফানুল হক চৌধুরী, হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী ও হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি আইসি এসআই মাহামুদুল হাসান মাহবুব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

টেকনাফের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ পারভেজ চৌধুরী জানান, নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ সহায়তা করা হবে। পাশাপাশি ঝুঁকিপ্রবণ এলাকা থেকে লোকজনকে নিরাপদে সরে যেতে বলা হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.