‘প্রমিসিং আইডিয়া অ্যাওয়ার্ড’ পেল সিভাসু’র শিক্ষার্থীরা
চট্টগ্রাম আইডিয়েশন চ্যালেঞ্জ প্রোগ্রামে মাছের বর্জ্য (ফিশ ওয়েস্ট) থেকে অ্যাকোয়ারিয়াম ফিশ ফিড তৈরির অভিনব আইডিয়ার জন্য ‘প্রমিসিং আইডিয়া অ্যাওয়ার্ড’ অর্জন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মাৎস্যবিজ্ঞান অনুষদের একদল শিক্ষার্থী।
সম্প্রতি চট্টগ্রামের একটি হোটেলে অনুষ্ঠিত ‘চট্টগ্রাম আইডিয়েশন চ্যালেঞ্জ’প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে সিভাসু’র মাৎস্যবিজ্ঞান অনুষদের দল ‘ফিশবুথ ল্যাব’ প্রমিসিং আইডিয়া অ্যাওয়ার্ড ও ১ লক্ষ টাকার অনুদান লাভ করে। সর্বমোট জমাকৃত ১৬৮টি আইডিয়ার মধ্যে প্রতিযোগিতা শেষে ফাইনালে এই সম্মান অর্জন করে সিভাসু’র ‘ফিশবুথ ল্যাব’।
বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) এবং নেদারল্যান্ডস দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত উক্ত প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি টিম স্পান্স।
সিভাসু’র অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন-ফিশারিজ রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মুহাম্মদ
শাকিল খান ও জোবায়ের আলম সানি এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের ৩য় বর্ষের শিক্ষার্থী শামসুন নাহার সুমি ও থোয়াই উচিং মারমা ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.