চট্টগ্রামে রাউজানের সত্তারঘাট ব্রিজ এলাকায় গোলাম আকবর খোন্দকারের গাড়ি বহরে হামলা, রণক্ষেত্র : উত্তর জেলা আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা: গিয়াস কাদের চৌধুরীর সকল পদ স্থগিত

১৬

চট্টগ্রামে রাউজানের সত্তারঘাট ব্রিজ এলাকায় উত্তর জেলা বিএনপির আহবায়ক ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকারের গাড়ি বহরে ব্যাপক হামলা, গুলিবর্ষণ, ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে । হামলার ঘটনাকে  কেন্দ্র করে দু,পক্ষের মধ্যে সংর্ঘর্ষে সাত্তারঘাট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ হামলার জন্য সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও তাঁর অনুসারীদের দায়ি করেছেন গোলাম আকবর খোন্দকার। মঙ্গলবার বিকেলে নেতাকর্মী নিয়ে সম্প্রতি মারা যাওয়া রাউজান উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারত করতে যাবার পথে এ হামলার ঘটনা ঘটে।

এতে গোলাম আকবর খোন্দকারের জীপ সহ কয়েকটি গাড়ী ভাংচুর এবং তিনটি মোটরসাইকেলে অগ্নি সংযোগ করা হয়েছে। পরে পুলিশ এবং সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় গোলাম আকবর খোন্দকার, রাউজান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন চৌধুরী, গোলাম আকবর খোন্দকারের পিএস অর্জুন কুমার নাথ, এপিএস আসিকুর রহমান, যুবদলে নেতা সাজ্জাদ হোসেন, উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাঈম উদ্দিন মিনহাজ, মোহাম্মদ হুমায়ুন সহ কমপক্ষে ২০ জন আহত হয়ে বলে জানিয়েছেন গোলাম আকবর খোন্দকারের পিএস অর্জুন কুমার নাথ। সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতরা চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। এঘটনার বিষয়ে কেন্দ্রীয় বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য  গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বক্তব্য জানতে  কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ঘটনার পর থেকে রাউজানে থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আজ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতি শ্রীগ্রই  চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করাহবে।

অপরদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী  স্বাক্ষরিত অপর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন,  কয়েকমাস যাবত নিজ এলাকায়  দলের অভ্যন্তরে হানাহানি, সংঘাতে মদদ দেয়ার সুস্পষ্ঠ  অভিযোগ উঠায় বার বার  দল থেকে সতর্ক  করার পরও সন্ত্রাসী কর্মকান্ডে উস্কানি দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করায় দলের ভাইস চেয়ারম্যান  গিয়াস কাদের চৌধুরীর প্রাথমিক সদস্য সহ সকল পর্যাযের পদ  স্থগিত করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.